চ্যানেল7বিডি ডেক্স: কুড়িগ্রামের রৌমারীতে ধর্ষণ মামলার আসামি শাহনেওয়াজ আবির রাজু পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশকে মারধর করে পালানোর ঘটনা
পুলিশের দাবি, ধর্ষণ মামলায় অভিযুক্ত রাজুকে আটকের পর হাতকড়া পরানো হয়েছিল। কিন্তু তার পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালালে সে হাতকড়াসহ পালিয়ে যায়। হামলায় আহত এসআই আউয়াল হোসেনকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধর্ষণ ও মাদক কারবারের অভিযোগ
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, রাজুর বিরুদ্ধে প্রতিবন্ধী এক স্কুলছাত্রীকে ধর্ষণ, মাদক কারবার এবং দেশীয় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ভীতি সৃষ্টি করার অভিযোগ রয়েছে।
পুলিশি অভিযান ও আটককৃতরা
এসআই আউয়াল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অভিযানে যায়।
রাজুকে আটকের পর তার মা ও খালাতো বোন পুলিশের ওপর হামলা চালায়।
হামলার সময় এসআই আউয়ালের হাতে কামড় দিয়ে পালিয়ে যায় রাজু।
রাজুর মা আবেদা আক্তার রাজিয়া ও খালাতো বোন রুনা আক্তারকে আটক করেছে পুলিশ।
অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের অবস্থান ও তদন্ত
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন,
ধর্ষণ মামলার আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে, তবে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। হাতকড়া উদ্ধার করা হয়েছে, খুব শিগগিরই আসামিকে গ্রেপ্তার করা হবে।
আহত পুলিশ সদস্যের অবস্থা
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নবিউল ইসলাম জানান,
আহত পুলিশ সদস্যের অবস্থা গুরুতর নয়, তবে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অভিযান অব্যাহত
পুলিশ জানিয়েছে, রাজুকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
তথ্যসূত্র: ইউএনবি নিউজ