কিস্তিতে কেনা সম্বল ইজিবাইক রেখে নামাজ আদায় ……অতপরঃ নামাজ শেষে দেখেন ইজিবাইক নেই, অঝোরে কাঁদছেন মুস্তাফিজুর |

ইউসুফ হুসাইন লালপুর (নাটোর) প্রতিনিধি: ১০ বছর যাবৎ ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন মুস্তাফিজুর রহমান (৫০)। তার আয় রোজগারের একমাত্র সম্বল ইজিবাইকটি চুরি হয়ে গেছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের সামনে ইজিবাইকটি রেখে মাগরিবের নামাজ আদায় করতে যান তিনি। নামাজ শেষে এসে দেখেন নির্ধারিত স্থানে ইজিবাইকটি নেই, চুরি হয়ে গেছে। চারদিকে খোঁজাখুঁজির পরও ইজিবাইকটি না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। মুস্তাফিজুর রহমান উপজেলার বিলমাড়িয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। ভুক্তভোগী মুস্তাফিজুর রহমান কান্নাজড়িত কন্ঠে বলেন, প্রায় দেড় বছর আগে পুরাতন অটো বিক্রির ৭০ হাজার ও এনজিও থেকে ১ লাখ টাকা কিস্তিতে নিয়ে নতুন অটো কিনেছিলাম। মাসে ১০ হাজার টাকার ৪টি কিস্তি পরিশোধ করা হয়েছে। এখনো ৮ টি কিস্তি বাকি। এমতাবস্থায় ইজিবাইকটি খুয়ে দিশেহারা হয়ে পড়েছি। স্থানীয় মুসল্লী মিঠুন আলী ও জাহাঙ্গীর আলম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজি এই অসহায় চালকের হারানো উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইকটি উদ্ধার পুলিশের সহায়তা কামনা করছি, এছাড়া সমাজের বৃত্তবানরা বা প্রশাসন এই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। এবিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ইজিবাইকটি উদ্ধার করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *