কিরণরের ছেলে কামরুলের অত্যাচারে অতিষ্ঠ ভাড়াটিয়ারা…..

টঙ্গী প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করেছে ডাক্তার পরিচয়দানকারী কামরুল।  গত ২৩ শে নভেম্বর বিকাল তিনটায় কামরুলের  বাবা  কিরণের বাড়িতে, ভাড়াটিয়া মা জাহানারা বেগম,তার  নাতিন রিনা আক্তার, সিয়াম, মেয়ে ঝরনা আক্তার কে পিটিয়ে আহত করেন কামরুল হাসান সরকার। ভুক্ত ভোগী  ঝর্ণা বেগম জানান, ২৩ শে নভেম্বর বিকেল তিনটায় খেলার ঘটনাকে কেন্দ্র করে কামরুল পিটিয়ে আহত করেন তাদের বাড়ির অসহায়, নিরীহ, ভাড়াটিয়াদের। উক্ত ঘটনা প্রতিবাদ করলে, মা জাহানারা বেগমকে ও ঘর থেকে টেনে হিঁচড়ে এনে  মারধর করেন। এলাকায় কারো সহযোগিতা না পাওয়ায় অবশেষে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন। 

Oplus_0

এ এস আই নওশের আলী জানান, ঘটনা জানতে পেরেছি, দেখছি কি করা যায়, প্রতি বছরেই কয়েকবার একাধিক অভিযোগ উঠেছে কামরুল  সরকার ডাক্তার পরিচয় দিয়ে সকলকে মারধর করে। একাধিক অভিযোগ উঠেছে ভাড়াটিয়াদেরকে মেরে পিঠে হেঁচড়ে বের করে দেয় কিরণ ডাক্তারের ছেলে কামরুল, এর লাগাম ধরবে কে ?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।