কালিয়াকৈরে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণে মৃত্যু, গ্রেফতার-২

মোঃ শাহ আলম সরকার : গাজীপুরের কালিযাকৈরে চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার রাতে একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের কারনে এক তরুনী মৃত্যু হয়েছে। ওই ঘটনায় তরুণীর বাবা জোবায়দুল বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়েন করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। ওই  ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত হলেন, গাইবান্ধা জেলার  গোবিন্দগন্জ থানার নয়াপাড়া কৃষ্ণপুর এলাকার জোবায়দুল এর মেয়ে জোনাকি আক্তার (১৭)। তিনি আশুলিয়া এলাকায় ময়নাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর বাঘমারা উপজেলার উত্তর সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন(২২) ও পাবনার চাটমোহর উপজেলার নিমাইচুরা গ্রামের শাহ আলমের ছেলে আতিকুর রহমান(২৩)।

পুলিশ সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার রাতে প্রেমের সম্পর্কে ওই তরুনীকে উপজেলার চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এসময় তরুনীর অতিরিক্ত রক্তক্ষরন হলে তাকে নিয়ে অটো রিক্সা যোগে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে সেখানে তরুনীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। এদিকে হাসাপাতালে নেয়ার পথেই ওই তরুনীর মৃত্যু হলে অ্যাম্বুলেন্স চালক বুঝতে পেরে কৌশলে মির্জাপুর থানায় নিয়ে আসেন। এসময় সাথে থাকা দুইজনকে গ্রেফতার করেন পুলিশ। পরে শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় বিষয়টি অবগত করলে দুপুরে দুই ধর্ষনকারীদের তাদের হেফাজতে নেয়। পরে ওই তরুনীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com