কালিয়াকৈরে এসএসসিতে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্য

আরিয়ান ওয়ার্সি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়টি ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান । দীর্ঘদিন ধরে সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এবারের এস এস সি পরীক্ষায় বিগত কয়েক বছরের তুলনায় ভালো রেজাল্ট হয়েছে । জেনারেল শাখায় ৮০ দশমিক ৮৯ % পাস করতে সক্ষম হয়েছে। যার মধ্যে ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১২৭ জন শিক্ষার্থী ও অকৃতকার্য ৩০ জন শিক্ষার্থী । এর মধ্যে ১৩ জন শিক্ষার্থী A+ অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল শাখায় ১২৬ জন শিক্ষার্থী এর মধ্যে কৃতকার্য ১১৩ জন শিক্ষার্থী ও অকৃতকার্য ১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থী A+ পেয়েছে।

এস এস সিতে গোল্ডেন জিপিএ ফাইভ পাওয়া প্রতীক পাল জানান, এস এস সি পরীক্ষার রেজাল্ট এ আমি অনেক খুশি। আমার এই সাফল্যের পিছনে আমার পাশাপাশি অভিবাবকসহ শিক্ষকদের অনেক ভূমিকা রয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, এবারের এস এস সি পরীক্ষা বিগত বছরের তুলনায় ব্যতিক্রম ছিল। বিগত কয়েক বছরের তুলনায় এবার রেজাল্ট অনেক ভালো। এ বছরের রেজাল্ট ভালো হওয়ার কারন অতিরিক্ত ক্লাস পরীক্ষা, অবিভাবক সমাবেশ, হোম ভিজিট, ফোন কলে খোঁজ খবর নেওয়া। তিনি আরো জানান জুলাই বিপ্লবের ট্রমা অনেক শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তার করায় কয়েকজন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিনি। তবে এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের চেষ্টার সাথে শিক্ষকদের সহযোগিতা, পিতা মাতার যত্ন তুলে ধরেন প্রধান শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *