কালমাকান্দায় যৌথ বাহিনীর চেকপোস্ট, ব্যাপক তল্লাশি আটক-১

আবু কাওসার, নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী । এ সময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা গেছে। এছাড়াও গাড়ির ভেতর অবৈধ কোনও কিছু আছে কিনা সেটাও তল্লাশি করতে দেখা গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলা সদরের ডেইট্টখালি বাস স্ট্যান্ড থেকে অভিযান শুরু হয়। যৌথঅভিযানে সেনাবাহিনীর সঙ্গে থানা পুলিশ ছিল। নেতৃত্ব দেন সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প কমান্ডার ও ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর নাজমুজ সাকিব অভিযানে ডেইট্টখালি বাসস্ট্যান্ড এলাকা থেকে দূরপাল্লার একটি বাসের যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় তিন বোতল মদ উদ্ধার করা হয়। আটকৃত সাগর মল্লিক (২৭) পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশী কুন্ডা ইউনিয়নের বাঁকাতলা গ্রামের ইউনিয়নের সুবোধ মল্লিকের ছেলে।

এ বিষয়ে মেজর নাজমুজ সাকিব বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আমরা চেকপোস্টে যৌথ অভিযান পরিচালনা করছি। মাদক অস্ত্র উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় আনতে যৌথ অভিযান চলমান থাকবে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।