নিজস্ব প্রতিনিধি: রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির ভবনে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে আগুনের ঘটনা ঘটে। আগুনটি ভবনের নিচ তলায় অবস্থিত পেয়ালা কফি হাউজ থেকে শুরু হয়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। এ সময় ভবনে থাকা একাধিক গণমাধ্যমকর্মী জানান, পেয়ালা কফি হাউজ থেকে আগুনের সূত্রপাত হওয়ায় পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়।
ইটিভির নির্বাহী সম্পাদক হারুন উর রশিদ ঘটনাটির বিষয়ে নিশ্চিত করে বলেন, “ধোঁয়ায় পুরো ভবন অন্ধকার হয়ে গেছে। সবাই আতঙ্কিত ছিল, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন।”
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত সোয়া ৮টার দিকে পেয়ালা কফি হাউজ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এর পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মোঃ শাহজাহান জানান, রাত ৮টা ২২ মিনিটে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মাধ্যমে প্রথম কল আসে, যার মাধ্যমে তারা জানতে পারেন ইটিভি ভবনে আগুন লেগেছে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুনের ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুরোপুরি নির্বাপণের পর বিস্তারিত জানানো হবে।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে যায় এবং আশপাশের ভবনের মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় আগুনের কারণে কারওয়ান বাজার রোডে যানজট সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পর তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কাজ শুরু করবেন।