জাকির হোসেন সুজন, রংপুরঃ
রংপুর কাউনিয়ায় সোমবার (১৫ সেপ্টেম্বর) ২০২৫ খ্রিস্টাব্দে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাউনিয়া কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের শিক্ষা জীবন শুরুর দিকনির্দেশনা দিতে কলেজ কর্তৃপক্ষ এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মোঃ সফিফুল আলম সফি। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়ালেখা করার পরামর্শ দেন।
তিনি বলেন, “কাউনিয়া কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শ গঠনের কেন্দ্র। এখান থেকে গড়ে উঠবে ভবিষ্যতের নেতৃত্ব।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুনায়েদ হোসেন, আরও উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুল জলিল ও মোঃ আবু আশেক সিদ্দিক পরাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সরকার আবু ফেরদৌস মোঃ মহসিন হিরা সহ অনেকে উপস্থিত ছিলেন। তিস্তা বিধৌত অঞ্চলের অত্যন্ত মনোরম গ্রামীণ পরিবেশে কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়ে আজ অবধি শিক্ষার আলো দিয়ে যাচ্ছে এবং ২০০১ খ্রিস্টাব্দে শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বিবেচিত হয়।
উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সরকারের গৃহীত জাতীয়করণ প্রক্রিয়া কোন এক কারণে জাতীয়করণ থেকে বঞ্চিত হয়। এলাকাবাসীর দাবি শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করে এই প্রতিষ্ঠানের জাতীয়করণ নিশ্চিত করা হোক যাতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা সমান সুযোগ পায়।ওরিয়েন্টেশন ক্লাসে সভাপতিত্ব করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোঃ ফারুক আজম। তিনি শিক্ষার্থীদের কলেজের নিয়মনীতি, পাঠ্যসূচি, শিক্ষক পরিচিতি, ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের একাডেমিক সফলতার পাশাপাশি নৈতিক, সামাজিক ও মানবিক গুণাবলিতে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা।”
অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ ও উদ্দীপনা। কাউনিয়া কলেজ ইতোমধ্যে একাডেমিক সাফল্য, সহ-শিক্ষা কার্যক্রম ও সামাজিক উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রেখে জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।