গজনবী বিপ্লব, নেত্রকোনা প্রতিনিধি : কলমাকান্দা লেংগুরা ইউনিয়ন চেয়ারম্যান ছাইদুর রহমান ভূইয়ার বিরুদ্বে অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছে এলাকাবাসি। হাজারও দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচরিতা করে যাচ্ছেন তিনি।
বিএনপি দলের প্রভাব খাটিয়ে কোন নিয়ম নীতির তোয়াক্ষা না করেই পাহাড় ও গাছ কেটে কলমাকান্দা সীমান্ত কাঠাল বাড়ি এলাকায় সড়ক তৈরীর অভিযোগ উঠেছে তার বিরুদ্বে। বাধাঁ দেওয়ায় বন কর্মকর্তাকে হুমকি দেওয়ার বিভিন্ন দপ্তরে অভিযোগ ও রয়েছে তার বিরুদ্বে। এলাকাবাসী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রধান বিবাদী করে অভিযোগ করলেও থানায় মামলা নেয়নি পুলিশ। বিষয়টি অবগত নয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যথাযত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসক।
পাহাড় কেটে রাস্তা নির্মানের সময় বন বিভাগের অনুমতি ছাড়াই ১৭টি গাছ কাটা হয়েছে জানান বন কর্মকর্তা। সরকারী জায়গা দিয়ে রাস্তা না নিয়ে, সরকারী জায়গা দখল ও উচ্ছেদ না করে রাস্স্তর মাঝে বাড়িঘর রেখেই অন্যের ব্যাক্তিগত জায়গা দখল করে তৈরী করেছেন রাস্তা। স্থানিয়রা বলছেন, এই রাস্তাটি নির্মান কোন জন গুরুত্বপূর্ন না। জনগনের উপকারের বধলে এই রাস্তাটি চোরাচালানে চোরা কারবারিদের ব্যাহার হবে বেশী। বনবিভাগ জানায়, এই রাস্তাটি নির্মান করতে বাধাঁ দেওয়ায় চেয়ারম্যান ও তার লোকজনের দ্বারা হুমকির সন্মুখিন হন তারা।

এ ছাড়াও চেয়ারম্যান ছাইদুর রহমান ভূইয়া লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় মুজিব কেল্লা নির্মানে প্রশাসনের কোন অনুমতি ছাড়াই নদী থকে প্রায় ১৫ লক্ষ টাকার বালি উত্তোলন করে প্রকল্পের টাকা আত্নসাধ করেছেন। বালু উত্তোলন করে ড্রেজার মালিকের টাকা পরিশোধ করেননি তিনি। নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হয়েছে বলে জানান, স্থানীয় শাহদত , ইউনুছ আলী ও মতিমিয়া।
পশ্চিম লেংগুরা এলাকার জিগাতলা গ্রামে নারী কেলেংকারী এক সালিশে অভিযোক্তকে দুই লক্ষ টাকা জারিমানা করা হয়। উক্ত টাকা ভোক্তভোগীকে না দিয়ে চেয়ারম্যান ও তার লোকজন আত্নসাধ করেছেন বলে জানান, ভোক্তভাগীর ভাসুর ঈমাম হুসেন ও প্রতিবেশী আব্দুল মজিদ। লেংগুরা এলাকায় বিএডিসির রং ড্রেন নির্মান প্রকল্পের দৈর্ঘ ৯০০ ফুট প্রাক্ষলন ব্যায় ৪১ লক্ষ টাকা। ড্রেন নির্মাণ নিয়েও রয়েছে অনিয়মের অভিযোগ। দরপত্র বিজ্ঞপ্তিতে যে টিকাদার কাজটি করার কথা ছিল সেই টিকাদারের কাছ থেকে কাজটি এনে নিম্নমানের কাজ করে প্রকল্পের টাকা আত্নসাধ করেছেন চেয়ারম্যান নিজেই ।
এ সব বিষয়ে লেংগুরা ইউনিয়ন পরিষদ চেয়ার্যান সাইদুর রহমান ভূইয়ার সাথে মোঠোফেনে কথা হলে তিনি জানান, আমার বিরুদ্বে আনিত অভিযোগ মিথ্যা। একটি মহল আমার মান সন্মান নষ্ট করার জন্য অভিযোগ এনেছে।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, চেয়ারম্যানের বিরুদ্বে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়েছি, আমি গুরুত্বসহ বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিব।