নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মালিথাপাড়া এলাকায় আবুল আজাহার সুফ্ফাহ বহুমুখী মাদরাসা ও এতিমখানার উদ্যোগে শুক্রবার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ হেড অফিসের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এইচএম হাফিজুর রহমান (হাফিজ) এর সভাপতিত্বে এবং মাদ্রাসার সাধারণ সম্পাদক হাসান মালিথার সার্বিক পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ উদীয়মান তরুন বক্তা মুফাচ্ছিরে কুর’আন হাফেজ মাও: মোঃ সিরাজুল ইসলাম সিরাজী (রাজবাড়ী)। দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মাও: সাইদুর রহমান আবু সাঈদ। তৃতীয় বক্তা ছিলেন ক্বারী মাও: মোঃ ইসমাইল হোসেন (বাগের হাটি)। এছাড়াও শতশত নারী পুরুষের উপস্থিতিতে স্থানীয় ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদীস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, পান্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল মঈদ বাবুল। এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।