অনলাইন ডেক্স: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ ছুঁয়েছেন নতুন এক মাইলফলক। প্রথম ইনিংসে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে কিংবদন্তি কপিল দেবকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি উইকেট শিকারি ভারতীয় বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
কপিল দেব, যিনি ১১ টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ৫১টি উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন, তাকে টপকাতে দ্বিতীয় ইনিংসে বুমরাহর দরকার ছিল মাত্র ২ উইকেট। ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করে তিনি নিজের মোট উইকেটসংখ্যা নিয়ে গেছেন ৫৩-তে।
ভারতীয় বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে বেশি টেস্ট উইকেট শিকারে তৃতীয় স্থানে আছেন অনিল কুম্বলে। ১০ টেস্টে তার সংগ্রহ ৪৯ উইকেট।
বুমরাহর রেকর্ড
১. ম্যাচ: ১০
উইকেট: ৫৩
কপিল দেব
ম্যাচ: ১১
উইকেট: ৫১
অনিল কুম্বলে
ম্যাচ: ১০
উইকেট: ৪৯
বৃষ্টিবিঘ্নিত টেস্ট ড্র ঘোষণা
ব্রিসবেন টেস্টটি বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ড্র ঘোষণা করা হয়েছে। ৫ ম্যাচের সিরিজে বর্তমানে স্কোর ১-১। তবে এই ড্র ভারতের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ অনেকটাই কঠিন করে তুলেছে।