ঐকমত্য কমিশনের সাথে এবি পার্টির আলোচনা সোমবার

ইউএনবি নিউজ: জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বসতে যাচ্ছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। সোমবার (৬ এপ্রিল) বিকাল ৩টায় ঢাকায় জাতীয় সংসদ ভবনস্থ এল. ডি. হলে এ আলোচনা হবে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় ঐকমত্য কমিশন এমন তথ্য দিয়েছে।

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি),  খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে আলোচনা করেছে কমিশন।

সেই ধারাবাহিকতায় সোমবার এবি পার্টির সাথে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। 

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এই কমিশনের কার্যক্রম শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *