এবার রাফির বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগে মামলা…

নিজস্ব প্রতিনিধি : দৈনিক সময়ের কাগজ পত্রিকায় “স্ত্রীর অধিকারের দাবিতে শ্বশুর বাড়িতে গিয়ে হামলার শিকার ৪ নারী” ও “নেশাগ্রস্ত হয়ে স্ত্রীকে মারধরের অভিযোগ রাফির বিরুদ্ধে” শিরোনামে প্রকাশিত দুটি সংবাদে প্রধান অভিযুক্ত সেই রাফির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী নারী সামারিয়া জামান। গত ২০ জানুয়ারী কুষ্টিয়ার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন তিনি।মামলায় কুষ্টিয়া পৌর এলাকার থানাপাড়া পলান বক্স রোডের বাসিন্দা আবু শামীম মো. আব্দুল মাবুদের ১ম পক্ষের ছেলে আসিফ মাহমুদ রাফিকে একমাত্র ও প্রধান আসামি করা হয়েছে। মামলার বাদী সামারিয়া জামান কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা মো. হাসানুজ্জামানের মেয়ে। মামলার বিবরণে জানা যায়, বাদী আইনের প্রতি শ্রদ্ধাশীল নিরীহ, সহজ সরল চাকুরীজীবী হইতেছেন। পক্ষান্তরে আসামী আইন অমান্যকারী, নারী নির্যাতনকারী, মাদকাসক্তি, যৌতুক লোভী ব্যক্তি হইতেছে। বাদীনির সহিত আসামীর গত ইং ২৬/১১/২০১৬ তারিখে এক লক্ষ এক টাকা দেনমোহরে বিবাহ হয়। বিবাহের সময় বাদীনির পিতা মেয়ের সুখের কথা চিন্তা করিয়া স্বর্নের হাড়, দুল, আংটি, চুড়ি, চেইন মোট ৪ ভরি মূল্য অনুমান ৫ লক্ষ টাকা এবং ব্যবহারিক বিভিন্ন জিনিসপত্র প্রদান করেন। বিবাহের পরে বাদীনি চাকুরীর সুবাদে বাদীনি ও আসামী উভয়ে ঢাকাতে ঘর সংসার করা কালে আসামী বাসাবাড়ীর ফার্নিচার এর কথা বলিয়া বাদীনির পিতার নিকট হইতে দুই লক্ষ টাকা ধার স্বরুপ গ্রহন করে। কিন্তু উক্ত টাকা বিভিন্ন প্রকার নেশা ও নয়-ছয় করিয়া খরচ করিয়া ফেলিয়া পুনরায় চার লক্ষ টাকা যৌতুকের দাবীতে আসামী বাদীনিকে শারীরিক মানসিক নির্যাতন করিতে থাকে। কিন্তু বাদীনি আসামীর উক্ত নির্যাতন সহ্য করিয়া আসামীর সহিত ঘর সংসার করিতে থাকেন। অতঃপর গত ইং ২০/১১/২০২৪ তারিখ বাদীনিকে আসামীর কুষ্টিয়ার নিজস্ব বাড়ীতে বেড়ানোর কথা বলিয়া ঢাকা থেকে কুষ্টিয়া নিয়ে আসে এবং বাদীর পিতার বাসার সামনে রাত্র ৮.০০ ঘটিকার সময় পৌছাইয়া আসামী চার লক্ষ টাকা যৌতুকের দাবীতে বাদীনির সহিত কথা কাটাকাটি করে এবং রাস্তার উপর পড়ে থাকা ডাল দিয়ে বাদীনির শরীরে, পিঠে, থুরাই, এলোপাতাড়ী মারপিট করিয়া জখম করে। এরপর বেসরকারি একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাদীনি সুস্থ হন। পরবর্তীতে বাদীনি গত ইং ১২/০১/২০২৫ তারিখ সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় আসামীর বাড়ীতে উপস্থিত হইয়া বিনা যৌতুকে বাদীনিকে লইয়া ঘর সংসার করার কথা বলিলে আসামী রাগান্তিত হইয়া বলে যে, যৌতুকের চার লক্ষ টাকা না আনিয়া তুই কেন আমার বাড়ীতে আসিয়াছিস এই বলে সিঁড়ি ঘরে থাকা বাটাম দিয়া বাদীনির পিঠে, শরীরে আঘাত করে জখম করে। তখন বাদীনির সাথে থাকা আত্মীয়গণ তাকে ঠেকাইতে গেলে আসামী তাদেরকেও মারপিট করে তেড়ে দেয়। বিষয়টি নিয়ে অভিযুক্ত আসিফ মাহমুদ রাফির সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com