এন আইডি সেবা নিয়ে মাঠ কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো ইসি

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি অনুাষ্ঠিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজীকরণ সংক্রান্ত সভার সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠাল সংস্থাটি। এছাড়া একগুচ্ছ নির্দেশনা প্রতিপালনের জন্য বলা হয়েছে সব আঞ্চলিক ও জেলা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের।

নির্দেশনায় বলা হয়েছে, মাইগ্রেশন আবেদন প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মাইগ্রেশন আবেদন গ্রহণের সময় আবেদনকারীকে উপস্থিত হতে হবে স্বশরীরে। এছাড়া আবেদনপত্র জমাদানের সময় আবেদনকারীর ফিঙ্গার প্রিন্ট গ্রহণের প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা করতে হবে।অন্যদিকে একজন ভোটার কতবার ভোটার স্থানান্তর করতে পারবেন সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে জেলা নির্বাচন অফিসারদের Migration আবেদন দেখার ব্যবস্থা করতে হবে। স্থানান্তরের বিষয়টি একটি কমিটি করে যাচাই বাছাই পূর্বক পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। অন্যদিকে ম্যাডনেস স্ট্যাটাসে থাকা ভোটারদের তথ্যের জটিলতা নিরসনে একটি বিবরণী উপজেলা/থানা নির্বাচন অফিসার কর্তৃক ’পাঠানো হলে পূর্বের সিদ্ধান্ত অনুসারে কারিগরি অধিশাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া দ্বৈত ভোটার নিষ্পত্তির ক্ষেত্রে ভোটারের প্রথম আবেদনটি বহাল রেখে দ্বিতীয় এনআইডি কার্ডটি বাতিল করতে হবে।
 
এছাড়া যে সব ভোটারের আঙুলের ছাপ অন্যদের সঙ্গে মিলে যায়, তাদের আঙুলের ছাপ পুনরায় নিয়ে নিষ্পত্তি করতে হবে এই জটিলতা। এদিকে সেবার মান উন্নত করার জন্য ভিপিএন-এর পাশাপাশি পাবর্ত্য অঞ্চলেও নিরবচ্ছিন্ন টেলিটক ও রবি নেটওয়ার্ক সচল রাখার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।