এক অসহায় রোগীর জন্য সাহায্যের আবেদন

এক অসহায় রোগীর জন্য সাহায্যের আবেদন করেছে তার পরিবারের। গুরুতরভাবে অসুস্থ হলেন, মোঃ জনি(২৩) পেশায় তিনি দিনমজুরি গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরিঙ্গামী থানা মোঃ সুবহান আলীর সন্তান। তিনি গতমাসের(২৭ জানুয়ারি)তে গুরুতর আহত হন। সে নির্মাণাধীন ভবনের উপর থেকে পড়ে গিয়ে মাজার হাড় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একটা অপারেশন হয় এতে অনেক টাকা খরচ হয়। এই অপারেশনের অনেক ব্যয় হয় এতে তার বাড়ি বিক্রি করতে হয়। তার পরেও জনি চিরদিনের জন্য চলাফেরার শক্তি হারিয়ে ফেলেছে।তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তার পক্ষেই এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না, এইজন্যে সবার কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। তার একটি ছেলে সন্তান রয়েছে।

তার স্ত্রী মোছাঃ জাহানারা বেগম তিনি বলেন, যে যার স্থান থেকে আমার স্বামীরকে সাহায্য করেন।আমি চাই আমার সন্তান যেন বাবা হারা না হয়।
স্ত্রী মোছাঃ জাহানারা বেগম
ডাস্ বাংলা ব্যাংক২৬২১৫৮০১২৮১৯০
একাউন্ট নাম্বার 2621580128190
বিকাশ নাম্বার 01789188227
০১৭৮৯১৮৮২৩৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *