চ্যানেল7বিডি ডেক্স: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদন। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মধ্যরাত ১২টা ১২ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন:
ঘড়ির কাঁটা রাত ১২টা বাজার ঠিক আগেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ এর সুরের সঙ্গে সঙ্গে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অভ্যর্থনা ও অন্যান্য:
শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এই সময় উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মাতৃভাষা দিবসের তাৎপর্য:
১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় প্রাণ উৎসর্গ করেছিলেন রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানানো আরও অনেক ভাষা সৈনিক। তাদের আত্মত্যাগের ফলেই আজ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রধান উপদেষ্টার এই শ্রদ্ধা নিবেদন ভাষা আন্দোলনের চেতনাকে আরও সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
তথ্যসূত্র: বাসস