অনলাইন ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে দায়িত্ব থেকে অপসারণ করা না হলে দেশের সাইবার নিরাপত্তায় বড় ধরনের হামলার হুমকি দিয়েছে হ্যাকাররা। তারা স্পষ্টভাবে জানিয়েছে, এই আক্রমণের দায়ভার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপর বর্তাবে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমসহ বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি সাইবার হামলার শিকার হয়। এরই প্রেক্ষিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাথে ফোনালাপে এক হ্যাকার এই হুঁশিয়ারি দেন।
এদিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ আরও অনেকেই তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করেছেন। বুধবার সন্ধ্যা থেকে একের পর এক এসব আইডি ডিজেবল হতে শুরু করে।
একটি স্থানীয় সাইবার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এটি একটি পরিকল্পিত সাইবার আক্রমণের অংশ। আইডিগুলো পুনরুদ্ধারের জন্য আইসিটি বিভাগ ইতোমধ্যে মেটার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে।
হ্যাকাররা আরও দাবি করেছে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত, জুলাই বিপ্লবের সাইবার যোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের সম্মান জানাতে হবে। পাশাপাশি, তরুণ সাইবার বিশেষজ্ঞদের দক্ষতা কাজে লাগিয়ে সরকারি সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে তারা।