উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছে তিন নতুন মুখ: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক : শেখ আব্দুর রশীদ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত শপথ গ্রহণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে বলা সম্ভব নয় যে কারা নতুন করে উপদেষ্টা হচ্ছেন। কারণ শেষ মুহূর্তেও এটা রদবদল হতে পারে। আমরা বঙ্গভবনে যাব, ওখানে চূড়ান্ত হবে এবং আজ শপথ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে তিনজন যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানালেও নতুন উপদেষ্টা হিসেবে কারা পরিষদে যুক্ত হচ্ছেন তা শপথের আগে জানাতে চাননি।

অবশ্য এর আগে খবর ছিল যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে চার থেকে পাঁচজন সদস্য যুক্ত হচ্ছেন। শেখ আব্দুর রশীদ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত শপথ গ্রহণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে বলা সম্ভব নয় যে কারা নতুন করে উপদেষ্টা হচ্ছেন। কারণ শেষ মুহূর্তেও এটা রদবদল হতে পারে। যেটুকু জেনেছি আমরা প্রস্তুত আছি। আমরা বঙ্গভবনে যাব, ওখানে চূড়ান্ত হবে এবং আজকে শপথ অনুষ্ঠিত হবে।’

প্রধান উপদেষ্টাসহ বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ২১ জন সদস্য রয়েছেন। নতুন করে আরও তিনজন যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে হবে ২৪ জন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।