উত্তরায় মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে মনোহরদী উপজেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (২২ জুলাই) বিকেলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় বিএনপির নির্দেশক্রমে। নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা,সাবেক সংসদ সদস্য  সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়। উক্ত  অনুষ্ঠানে

উপজেলা পৌরসভা বিএনপি নেতৃ বৃন্দ সহ
ভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। নিহত ও আহতদের স্মরণে কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়।

বক্তব্য রাখতে গিয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কোমলমতি শিশুদের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।” তিনি আরও বলেন, “সরকার জাতীয়ভাবে শোক ঘোষণা করেছে, এবং বিএনপির পক্ষ থেকেও সারাদেশে শোক পালন করা হচ্ছে।”

বক্তব্যে তিনি বিমানবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনা করা উচিত নয়। পাশাপাশি আধুনিক ও নিরাপদ প্রশিক্ষণ বিমান ক্রয় করে পাইলটদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এতে ভবিষ্যতে এমন প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।”

শেষে মোনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশবাসীর শান্তিময় জীবনের জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে সভায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *