এম. হাসিবুজজামান : আজ সকাল ১১ টায় উত্তরার পূর্ব থানার সামনে উত্তরা বি.আর.টি.এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত- ৬ এর অধীনে বিভিন্ন যানবাহনে বিশেষ অভিযান পরিচালনা করা হয় । এ সময় বিভিন্ন গণপরিবহনের বেশ কিছু গাড়িতে কাগজপত্র পরীক্ষা করা হয়। কাগজ পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং ফিটনেস ঠিক না থাকায় বেশ কিছু পরিবহনকে আর্থিক জরিমানা আরোপ করা হয় ।
বিশেষ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত – ৬ এর মোহাম্মদ সাজিদ আনোয়ার, উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ তরিকুল ইসলাম -পরিচালক অপারেশন এ সময় আরও উপস্থিত ছিলেন : হোসেন মমতাজ -প্রোগ্রামার, মোঃ সোহেল -মেকানিক্যাল ইন্সপেক্টর, মোছাম্মৎ সাবিকুন্নাহার -মোটরযান পরিদর্শক ।
বিশেষ অভিযান পরিচালনায় সহোযোগীতা করেন উত্তরা পূর্ব থানার পুলিশ সদস্য ও ঢাকা উত্তর ট্রাফিকের বেশ কিছু সদস্য ।
এছাড়া বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ও সাধারণ পথচারীরা উপস্থিত ছিলেন । বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বি.আর.টি.এর এধরনের অভিযানকে সাধুবাদ জানায় ।