উত্তরায় অনুষ্ঠিত হলো বিএনপি’র কর্মীসভা

জেলা প্রতিনিধি: রাজধানীর উত্তরায় গত ১লা ফেব্রুয়ারী শনিবার কাওলা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে কর্মিসভা-২০২৫ইং অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শেখ ফরিদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি।

প্রধান অতিথি বক্তব্য রেখে বলেন, আমরা যারা বিএনপির রাজনীতি করি স্বৈরাচারী হাসিনা সরকারের আলমে অনেক নির্যাতন, পুলিশের অমানবিক নির্যাতনের এবং গ্রেফতার হয়েছি। স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আমরা কেউ নিজের বাড়িতে থাকতে পারিনি। ৫ই আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয় এবং নতুন একটি বাংলাদেশের সূচনা হয়।

প্রধান বক্তা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে আগামীতে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপিকে আরো শক্তিশালী করার চেষ্টা করবো।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু। সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক রুহুল আমিন সোহেল।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ তাসলিমা আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিমান বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের মনসুর আহমেদ মাসুম। আরও উপস্থিত ছিলেন, নাসির উদ্দিন পলাশ, মোস্তফা কামাল হৃদয়, রাজীব আহমেদ, ইকবাল হোসেন, এস এ খোকন, চাঁন মিয়া সরদার, প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, তানভীর কবির শৈবাল প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।