উচ্ছেদের পায়তারা ও নারীর উপর শারীরিক নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ী থেকে উচ্ছেদের পায়তারা ও শ্রীমতী দাস নামের নৃগোষ্ঠীর ওপর হামলা, শারীরিক নির্যাতন, ভয়ভীতি হুমকি প্রদর্শনকারী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ২০০ জন স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১০টায় কুমারখালী বাসস্ট্যান্ডে ভূমিহীন সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, মহিলা পরিষদের সভাপতি হোসনে আরা রুবি, ভারত বাংলাদেশ সম্প্রীতি পরিষদের কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক নিতাই কুমার কুন্ডু, নিজেরা করির কর্মী মালতী বিশ্বাস, ভূমিহীন সংগঠনের ওহাব, তালেব প্রমূখ।

মানববন্ধন শেষে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। 

উল্লেখ্য, কুমারখালী মৌজার আর এস ২৯৩ নং খতিয়ানে নালিশী আর এস ২৯৭ নং দাগের ০.০৫ একর জমি যাহা নৃগোষ্ঠী ননী গোপাল দাসের একমাত্র পৈতৃক সম্পত্তি ও বাসস্থান জায়গা যাহা অবৈধভাবে ভুয়া করিয়া মতিউর রহমান মুকুল তার নিজের দাবী করে বিভিন্ন ধরনের নির্যাতন চালান। অসহায় ননী গোপাল বিচার পাবার আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর দরখাস্ত দেন। এবং কুষ্টিয়া বিজ্ঞ কুমারখালী সহকারি জজ আদালতে একটি ১৫৭/১৩/৬/২৪ নং দেওয়ানী মামলা দায়ের করেন। মামলা বিষয়ে জেনে বৃহস্পতিবার ১৩ জুন বিকেলে মুকুল শাহ পূণরায় ননী গোপালের বাড়িতে এসে বাড়ি ভেঙে চলে যেতে বলে এবং ভাংচুর শুরু করে। এসময় ননী গোপালের স্ত্রী শ্রীমতী দাসকে বাসায় একা পেয়ে মুকুল তার উপর হামলা ও শারীরিক নির্যাতন করেন। শ্রীমতীর চিৎকার শুনে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে ভর্তি করেন। 

এ বিষয়ে ননী গোপাল দাস বাদী হয়ে কুমারখালী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। যাহার ১৪/০৬/২০২৪ ইং ১১ নং মামলার  পরিপ্রেক্ষিতে পুলিশ ১৪ জুন রাতেই আসামী মুকুল শাহকে আটক করে এবং আদালতে প্রেরণ করেন। 

বর্তমানে আসামীর লোকজন ননী গোপালের বাড়িতে এসে হুমকি সহ ভয়ভীতি প্রদর্শন করায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতাই ভুগছে। যার জন্য ভুক্তভোগীর পরিবারের বসতভিটা রক্ষা ও নারীর উপর শারীরিক নির্যাতন এবং ভয়ভীতি হুমকি প্রদর্শনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীসহ ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তার দাবী জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।