পার্থ প্রতিম ভদ্র: ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্য মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের ফরিদপুর প্রেসক্লাবের ক্লাবের সামনে সংগঠনের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহ-সভাপতি হাফেজ মাওলানা শামসুল হক, হাফেজ মিজানুর রহমান , ইসলামি যুব আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মোফাজ্জল হোসেন , কুরআন শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক খন্দকার অহিদুজ্জামান অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব আলী।
এ সময় নেতৃবৃন্দ তাদের ৫ দফা দাবি নিয়ে আলোচনা করেন এবং অবিলম্বে পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করার জন্য সরকারের নিকট দাবি জানান। বক্তারা পিয়ার পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা কর বলেন। এদেশের প্রায় ২৬-২৭ রাজনৈতিক দল পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। অথচ মাত্র ৬ -৭ দল এর বিরোধিতা করছেন পিয়ার পদ্ধতি ছাড়া এদেশে নির্বাচন সুষ্ঠু হবে না।
অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের দাবি জানান। পিয়ার পদ্ধতি থাকলে নির্বাচনে করে কারচুপি করার সুযোগ থাকবে না । প্রত্যেকটা মানুষের তার মূল্যায়ন হবে যেটা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের প্রধান দাবি অথচ তাকে পাস কাটিয়ে আবারো পুরাতন স্টাইলে নির্বাচন করার জন্য কিছু সংখ্যক দল দাবি করছে। এভাবে চলতে দেয়া যায় না এদেশে আবার আওয়ামী লীগের মতো ফ্যাসিজম কায়েম করতে দেয়া হবে না । অবিলম্বে সুষ্ঠু নির্বাচন ঘোষণা করা হবে পাশাপাশি নির্বাচনী পরিবেশ তৈরি করার দাবি এবং দেশের চাঁদাবাজ সন্ত্রাসী ও ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
জুলাই সনদ আইনের মধ্য দিয়ে নতুন নির্বাচন করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাহলে বাংলাদেশে কেন হবে না। বক্তারা অবিলম্বে বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রবর্তিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন এবং পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান ।