নিজস্ব প্রতিনিধি ॥ কুয়াশাকে বিদায় দিয়ে পূব-আকাশে অবস্থান জানান দিচ্ছে সূর্য। পরিচ্ছন্নকর্মীরা শহরের আবর্জনা সরাতে ব্যস্ত। পত্রিকার হকার সাইকেলের বেল বাজিয়ে ছুটে চলছে। এমন সকালে একঝাঁক শিশু-কিশোর আর তাদের নানা ঢঙের সাজগোজের বহর ভিন্ন আবহ সৃষ্টি করে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে। সেখানে তারই রেশ চললো দিনভর। নাচ, গান, কবিতা কিংবা মনমুগ্ধকর অভিনয়ে শিল্পকলা অডিটরিয়াম মাতিয়ে রাখল তারা।
গতকাল মঙ্গলবার দিনভর শিশুদের নিয়ে ৯ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে সামাজিক সংগঠন হোয়াইট পিস অ্যাসোসিয়েশন। এতে কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায়। শিশু-কিশোরদের গান-কবিতা-অভিনয়ে বারবার উঠে এসেছে জুলাই বিপ্লবের বীরত্বগাঁথা। সুযোগ পেয়ে ভারতীয় অপ-সাংবাদিক ময়ুখরঞ্জনকেও ব্যঙ্গ করতে ছাড়েনি তারা। অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যারিস্টার সুইটি আহমেদ ও প্রধান অতিথি প্রফেসর ড. এম ইয়াকুব আলী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ব্যারিস্টার সুইটি আহমেদ বলেন, আজকাল বাচ্চারা ফোনের প্রতি বেশি আসক্ত। সেই আসক্তি থেকে বেরিয়ে এসে ক্রিয়েটিভ কিছু করার পথ শিশু-কিশোরদের সামনে উন্মুক্ত করতে কাজ করছে হোয়াইট পিস অ্যাসোসিয়েশন। এই অনুষ্ঠান তাদের লেখাপড়ার পাশাপাশি নাচ-গান ও অভিনয়ের প্রতিও আকৃষ্ট করবে। তাদের মেধাবিকাশে সহায়ক শক্তি হবে। ভবিষতে আরও কিছু আউটডোর প্রতিযোগিতাও করতে হবে, যেন বাচ্চারা আরও বেশি বেশি আগ্রহী হয় এসবের প্রতি।
সম্মান শুধু বড়দের নয়, শিশুদেরও করতে হবে জানিয়ে সুইটি আহমেদ বলেন, আমরা সবসময় শিখেছি বড়দের সম্মান করতে হবে। কিন্তু আমি বলতে চাই, শুধু বড়দের নয়, ছোটদেরও সম্মান করতে হয়।
প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্রেস্ট জেতা ফারিয়া বলে, আমি অভিনয় করতে খুব পছন্দ করি। নিজের ফোনেই ভিডিও করে রাখি। আজকে অনেকের সামনে অভিনয় করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। এমন আয়োজন আরও বেশি বেশি হলে খুব ভালো হয়।
প্রধান অতিথি ড. এম ইয়াকুব আলী বলেন, একটি অশুভ শিক্ষা ব্যবস্থার মধ্যে বেড়ে উঠছে আমাদের সন্তানরা। এটা জাতি হিসেবে অশনি সংকেত আমাদের জন্য। কিন্তু আজকের এই অনুষ্ঠানে এসে আনন্দ অনুভব করছি। শিশুদের নিয়ে এই ধরনের প্রতিযোগিতা, শিশুদের শেখার পথকে আরও উন্মুক্ত করে।
অনুষ্ঠানে কুষ্টিয়া শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিশু-কিশোর ও অভিভাবকদের মিলনমেলাও ছিল হোয়াইট পিস অ্যাসোসিয়েশনের এই আয়োজন।