নিজস্ব প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
গতকাল বুধবার সকাল ১১ টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিদর্শন, উপাচার্যের সাথে মতবিনিময় ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শণ করেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এসময় তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের খোঁজখবরসহ তাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দীক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহপ্রচার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বী, ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, যুগ্ন আহবায়ক রোকন উদ্দিন, সদস্য সচিব মিথুন। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ রেজিষ্ট্রার মো. আলাউদ্দিন, মো. ওয়ালিউর রহমান পিকু, মো. গোলাম মওলা, মো. হাফিজুর রহমান বাচ্চু, মো. জাহাঙ্গীর আলম, মো. গোলাম মাহফুজ মঞ্জু, ইসরাফুল হক, শামীম আক্তার জিঞ্জির, আব্দুল লতিফ, মো. কবির হোসেন, মো. হাফিজুর রহমান, মো. কামরুল হাসান, মো. মিজানুর রহমান, উপ-পরিক্ষা নিয়ন্ত্রক আব্দুল মুঈদ বাবুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
মতবিনিময় শেষে অধ্যক্ষ সোহরাব উদ্দিন তার লেখা “জাতীয়তাবাদ রাজনীতি ও দেশপ্রেমের ছন্দপতন” বইটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর হাতে তুলে দেন।