অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বর্তমানে ‘স্ত্রী ২’ সিনেমার সাফল্যে উজ্জীবিত। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে, এবং শ্রদ্ধার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যাও দ্রুত বাড়ছে।
ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার দিক থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পেছনে ফেলেছেন শ্রদ্ধা। বর্তমানে তাঁর ফলোয়ার সংখ্যা ৯ কোটি ১৫ লাখ, যেখানে মোদির ফলোয়ার ৯ কোটি ১৩ লাখ।
শ্রদ্ধা কাপুর এখন ইনস্টাগ্রামে ভারতীয়দের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন। তাঁর আগে আছেন বিরাট কোহলি (২৭ কোটি ফলোয়ার) এবং প্রিয়াঙ্কা চোপড়া (৯ কোটি ১৮ লাখ ফলোয়ার)।
‘স্ত্রী ২’ ছবির সিকুয়েল মুক্তি পেয়েছে ১৪ আগস্ট রাতে। অমর কৌশিক পরিচালিত এই ছবিতে শ্রদ্ধার পাশাপাশি রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা অভিনয় করেছেন।
‘স্ত্রী ২’ নারীকেন্দ্রিক প্রথম ছবি হিসেবে মাত্র চার দিনে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। বক্স অফিসে একের পর এক নতুন রেকর্ড গড়ছে এই ছবি, যা ৩০০ কোটির ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে।