অনলাইন ডেক্স: বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ এবং মাওলানা জুবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষের পর প্রশাসনের নির্দেশে সাদ অনুসারীরা ময়দান ত্যাগ করেছেন।
সংঘর্ষের পর প্রশাসনের সিদ্ধান্ত
বুধবার (১৮ ডিসেম্বর) সংঘর্ষের পর সাদ অনুসারীদের পাঁচ দিনের জোড় ইজতেমা আয়োজনের পরিকল্পনা স্থগিত করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, সাদ অনুসারীরা বিকেল থেকেই ময়দান ত্যাগ করতে শুরু করেন। রাত ৯টার মধ্যেই তারা ময়দান পুরোপুরি খালি করে চলে যান।
ময়দান ত্যাগের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নিরাপত্তা নিশ্চিত করেন।
ইজতেমা ময়দানের বর্তমান অবস্থা
ইজতেমা ময়দানের ভেতরে হোগলা, চাটাই, বাঁশসহ বিভিন্ন সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। প্রবেশ গেটগুলো তালাবদ্ধ করে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নিয়েছে। কাউকে ময়দানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইজতেমা ময়দান এখন প্রশাসনের নিয়ন্ত্রণে। পুরো ময়দানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।“
তিনি আরও জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।