টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি: ভারতের মাওলানা সা’দ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির সদস্য মনির হোসেনকে হত্যার হুমকি দিয়েছেন স্থানীয় মানিক মিয়া নামে এক ব্যক্তি।
এ ঘটনায় ভুক্তভোগী মনির হোসেন টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, মনির হোসেন পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী।তিনি টঙ্গীর জহির মার্কেট এলাকায় ‘ভাই ভাই জুয়েলারি’ নামক একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন। গত বুধবার থানায় স্বানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান মুন্নার বিরুদ্ধে স্বর্ণালংকার লুটের অভিযোগ এনে মামলা দায়ের করেন মনির ।এরপর অভিযুক্ত টঙ্গীর হিমারদীঘি এলাকার মোতালেব মিয়ার ছেলে মুজিবুর রহমান মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই মুঠোফোনে হত্যার হুমকি দেন মুন্নার বড় ভাই মানিক মিয়া।
মামলা সূত্রে জানা যায়, গত পহেলা আগষ্ট মনির হোসেন তার স্বর্ণের দোকানটি ছেড়ে দেন।এ সময় পার্শ্ববর্তী দোকানি জহির মিয়ার দোকানে একটি লোহার সিন্দুকে থাকা ২৫ ভরি স্বর্ণালংকার,নগদ পনেরো লক্ষ টাকা ও কয়েক লাখ টাকার মুক্তা পাথর রাখেন।পরদিন সিন্দুকটি লুট করেন ওই এলাকার গাসিক ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান মুন্না।এ নিয়ে একাধিকবার সালিশের আয়োজন করা হয়। সালিশে সিন্দুক ফেরত দেয়ার কথা থাকলেও ফেরত না পেয়ে গত বুধবার টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। এতে আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান মুন্নাকে আসামী করা হয়।
মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত মুজিবুর রহমান মুন্নাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মানিক মিয়া বলেন,হুমকি দেইনি।সে আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম বলেন,এ ঘটনায় ইজতেমা আয়োজক কমিটির সদস্য মনির হোসেন থানায় একটি জিডি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।