আ.লীগের কর্মসূচির ঠেকাতে ফরিদপুরে বিএনপির অঙ্গ সংগঠনের কর্মসূচি….

পার্থ প্রতিম ভদ্র : আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঠেকাতে ফরিদপুরে বিএনপি‌ও তার অঙ্গ সংগঠনের কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে গতকাল বেলা ১২:৩০ টায় ফরিদপুর ছাত্রদল, মহানগর যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান গ্রহণ করে। এরপর বেলা পৌনে একটার দিকে ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আলিপুর মোড়ে অবস্থান নেয়।

এ সময় তারা আওয়ামী লীগের আজকের কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান প্রদান করে। এ সময় তারা গত ১৬ বছরের আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন।

তারা বলেন কোন কিছুতেই আওয়ামী লীগের এ কর্মসূচি সফল হতে দিবেন না। এরপর ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর নেতৃত্বে একটা মিছিল শহরে প্রদক্ষিণ করে।

মিছিলে বিগত ফ্যাসিবাদী ‌ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি করা হয়। এ সময় ফরিদপুর জেলা ছাত্রদল এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।