আসামীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় মামলার বাদী’সংবাদ সম্মেলন…

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের দ্বাদশ শ্রেণির  শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের বাবা ও মামলার বাদী আসান উল্লাহকে হুমকির অভিযোগ পাওয়া গেছে।

 মামলার আসামীরা তাকে মামলা তুলে নিতে বেশ কয়েকবার হুমকি দিয়েছেন। অন্যথায় তাকে মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী ও তাদের ইন্দনদাতা আসামীরা মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে পরিকল্পিত অপপ্রচার, বাদী পক্ষকে হুমকি দেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ।

 এর প্রতিবাদে মামলার বাদী গতকাল রোববার বিকেলে টঙ্গী চেরাগআলী এলাকায় এক সংবাদ সম্মেলন করেন। 

মামলার বাদী আসান উল্লাহ সংবাদ সম্মেলনে জানান, তার ছেলে আব্দুল্লাহ আল মামুন টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের মেধাবী শিক্ষার্থী। সে গত ৪ আগস্ট উত্তরা বিএনএস টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকমীরা এবং ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের দোসররা ছাত্রদের ওপর নির্বিচারে আক্রমণ চালায়। এতে তার ছেলে চোখসহ শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। সে দু’চোখ হারিয়ে অন্ধত্ববরণ অবস্থায় বর্র্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় গত ১৩ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় ২০৩ জনকে আসামী করে তিনি একটি মামলা (নং-১৯/৪২৫) দায়ের করেন। এরপর থেকে আসামীরা মামলা তুলে নিতে তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছেন। এসময় উপস্থিত ছিলেন বাদীর আইনজীবি  জি.এস জিয়াউল হাসান স্বপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।