আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা  ২০২৪ উপলক্ষে

এম এস আই জুয়েল পাঠান ঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক  পরিদর্শন শেষে বাংলাদেশ পুলিশ কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বাংলাদেশ পুলিশের  ইন্সপেক্টর জেনারেল সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং । 

আজ  ১৪ জুন ২০২৪, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা  ২০২৪ উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে পুলিশ কর্তৃক  নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ সাংবাদিকদের ব্রিফ করেন । উপস্থিত ছিলেন জনাব আতিকুর রহমান অতিরিক্ত আইজিপি, হাইওয়ের পুলিশ প্রধান জনাব শাহাবুদ্দিন খান অতিরিক্ত আইজিপি। 

এ সময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর জনাব মোহাম্মদ ইলতুৎমিস অতিরিক্ত ডিআইজি, উপ পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ইব্রাহিম খান দক্ষিণ ডিসি সহ অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ জানান, পবিত্র ঈদ-উল-আযহা  ২০২৪ সফল করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে এবং ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পুলিশ সদস্য কাজ করে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট ও ছবি আপলোড করে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে সেজন্য সাইবার মনিটরিং ও পেট্রোলিং বৃদ্ধি করা হয়েছে। ঈদ-উল-আযহা কে কেন্দ্র করে নাশকতার কোন সম্ভাবনা নেই।অতিরিক্ত যাত্রী বহনকারী ও ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন আইজিপি । 

ব্রিফিং এর পূর্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাতায়াতকৃত গাড়িতে লিফলেট বিতরণ করেন এবং ড্রাইভারদের সঙ্গে কথা বলেন মাননীয় ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।