আশুলিয়া রাজউকের অভিযানে নকশা বহির্ভূত ভবনের বর্ধিতাংশ ভেঙ্গে ফেলা হয়েছে

রোমান হোসেন, সাভার : সাভারের আশুলিয়া বাসাইদ এলাকায় অভিযান চালিয়ে নকশা বহির্ভূত নির্মানাধীন ৫টি বাড়ির বর্ধিত অংশ  ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ৩টি বাড়ির বিদ‍্যুৎ সংযোগ ও বিচ্ছিন্ন করা হয়।

বুধবার (১৯নভেম্বর) সকাল থেকে শুরু করে আশুলিয়া বাসাইদের কুমকুমারী বাজার সংলগ্ন এলাকায় দিনব‍্যাপী এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাজউক’এর অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় অভিযান পরিচালনা করে ৫টি ভবনের নকশা বহির্ভূত বর্ধিত  অংশ ভেঙে ফেলা হয়েছে এবং  বিদ‍্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় তিনটি ভবনের। একইসাথে রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মানের জন‍্য নির্মাণ কাজ বন্ধ রাখতে ও নির্দেশনা দেওয়া হয়। এর আগে তাদের এ ব‍্যাপারে সতর্কীকরন নোটিশ প্রদান করা হয় বলেও জানান তিনি। তবে ভুক্তভোগী অনেকেই নোটিশ পায়নি বলে জানান।

এসময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, রাজউক এর অথরাইজড অফিসার মেহেদী হাসান খান, ইমারত পরিদর্শক মিন্টু মিয়া সহ অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com