রোমান হোসেন : সাভারের আশুলিয়া অনিয়ম ঘুষ ও দুর্নীতির অভিযোগে আশুলিয়ার সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মিছিল কর্মবিরতি পালন করেছে আশুলিয়া সাব রেজিষ্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতি।
বুধবার (২৫জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়া সাব রেজিষ্ট্রি অফিসের সামনে এ বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেন তারা। তার পদত্যাগের দাবিতে আজ নবম দিনে এ আন্দোলন গড়াল সাব রেজিষ্ট্রি অফিসের সামনে কর্মবিরতি ও বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে রেজিষ্ট্রি সম্পাদনের কার্যক্রম। যার ফলে গুরুতপূর্ণ আশুলিয়া সাব রেজিষ্ট্রি অফিসে অচলাবস্থা দেখা দিয়েছে।
আশুলিয়া সাব রেজিষ্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক মোঃ আলমগীর হোসেন বলেন,সম্প্রতি আশুলিয়ার সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল যোগদান করার পর থেকে ঘুষ অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন টাকা ছাড়া তিনি কোন জমি কেনা বেচার দলিলে স্বাক্ষর করেন না তাই ঘুষখোর সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগের দাবিতে তারা ১৭ জুন থেকে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি শুরু করে আসছেন এতে করে দলিল লেখক কল্যাণ সমিতির আন্দোলনের কারণে সাব রেজিষ্ট্রি অফিসে অচলাবস্থা বিরাজ করছে। যার ফলে গত কয়েকদিনে দলিল না হওয়ায় সরকার যেমন কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। এমন অবস্থায় তারা তার পদত্যাগ দাবি করে সেখানে সৎ ও যোগ্য ব্যক্তি সাব রেজিষ্ট্রার পদে নিয়োগ দেওয়ার আহবান জানান।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে আশুলিয়া সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল বলেন একটি পক্ষ আমার সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে এতে আমি কোন বিচলিত নই।