আশুলিয়ায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ- নারী শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি: সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় পোশাক শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০- ৪০ জন । আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার সত্যতা নিশ্চিত আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, “মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জিরাবো এলাকায় মাসকট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে অন্য কারখানার শ্রমিকদের সংঘর্ষ হয় । এই সংঘর্ষে রোকেয়া বেগম (৩৫) নামের এক শ্রমিক প্রাণ হারান। মাথায় ইট লেগে ম‚লত তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে । মাসকট গার্মেন্টসটি শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ছিল। মঙ্গলবার সকালে বন্ধ কারখানার ফটকে মাসকটের শ্রমিকরা অবস্থান নেয়। পরে তারা পাশের সাউদার্ন ও রেডিয়েন্স গার্মেন্টসে হামলা করেন। এরপর ওই দুই গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে মাসকটের শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে রোকেয়া বেগম নিহত হন এবং ৩০-৪০ জন এ ঘটনায় আহত হন । নিহত রোকেয়া বেগম মাসকট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন । ২০২১ সালের ১ ডিসেম্বর কারখানাটিতে যোগ দেন তিনি। হাজিরা বোনাস বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধ, টিফিন বিল বৃদ্ধি, সমানুপাতিকহারে পুরুষ শ্রমিক নিয়োগসহ বিভিন্ন দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে আসছিলেন আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা । বিক্ষোভের একপর্যায়ে গত বৃহস্পতিবার ২১৯টি পোশাক কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ । দুদিন পর গত রবিবার দাবি প‚রণের আশ্বাসের ভিত্তিতে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানার শ্রমিক কর্মবিরতি স্থগিত রেখে কাজে ফেরেন । তবে মাসকট গার্মেন্টসের মতো প্রায় দুই ডজন কারখানা এখনও খোলেননি মালিকপক্

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।