জেলা প্রতিনিধি: কুষ্টিয়া ১২ সেপ্টেম্বর ২০২৫ \ আশার প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিন ব্যাপি ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও বিনামূল্যে ফিজিওথেরাপি সংশ্লিষ্ট উপকরন বিতন করা হয়েছে। গতকাল সকাল থেকে আশা কুষ্টিয়া ফিজিওথেরাপি সেন্টার এই সেবামূলক ক্যাম্প আয়োজন করা হয়। এসময় প্রায় দেড় শতাধিক রোগীকে ফিজিওথেরাপি পরামর্শ ও সেবাও প্রদান করা হয়।
ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পে আশার কুষ্টিয়া বিভাগের ডিভিশনাল ম্যানেজার মিজানুর রহমান, কুষ্টিয়া সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল করিম, বাবুল হোসেন, আরব আলী, তরিকুল ইসলাম, বাবর আজম সহ আশার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।