আলামিন রানা নামের এক শীর্ষ সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার….. এলাকায় মিষ্টি বিতরণ ….

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার মান্দা উপজেলার ৬নং মৈনম ইউনিয়নে আলামিন রানা নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মান্দা থানার পুলিশ।সোমবার (২ডিসেম্বর) বৈকাল সাড়ে ৫টার সময় মৈনম বাজার থেকে তাকে গ্রেফতার করেন মান্দা থানার পুলিশ। স্থানীয়রা জানায়, মৈনম ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সে। বিএনপি, জামাতের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও মারপিট হয়রানি পেরেশানি করায়, দলীয় শৃংখোলা ভঙ্গে সে কয়েকবার বহিষ্কার হয়েছে তার বাবা ও একবার দলীয় শৃংখোলা ভঙ্গে বহিষ্কার হয়েছিল। তার নামে মান্দা থানায় ডাকাতি মামলা সহ মান্দা থানার পুলিশ ডিউটিরত এ এস আই নান্নুকে মারপিট করা (এসোস) মামলা সহ একাধিক মামলা হয়েছে।  এবং নওগাঁ সদর থানায় কিডন্যাপ করে অর্থ দাবী করা মামলাও হয়েছে। মান্দা থানায় সাধারণ মানুষদের অত্যাচার, নির্যাতন ও মেরে ফেলার হুমকিসহ একাধিক জিডিও রয়েছে। বিগত সরকারের আমলে উচ্চপর্যায়ের নেতার প্রভাব খাটিয়ে সকল অপরাধ করেও, পার পেয়ে যেত বলে স্থানীয়রা জানায়। তাকে গ্রেফতার করায় এলাকাবাসী দলমত নির্বিশেষে আনন্দিত ও খুশি হয়ে মৈনম হাটে মিষ্টি বিতরণ করেছেন। এলাকার সাধারণ মানুষেরা নওগাঁ জেলা পুলিশ সুপার ও মান্দা থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ  সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।