আমেরিকা-কানাডায় বাংলাদেশ হাইকমিশনের ৩ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বিশেষ প্রতিনিধি: কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে কর্মরত তিনজন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর অপর্ণা রাণী পাল এবং মোবাশ্বিরা ফারজানা মিথিলার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

এছাড়া, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দ্বিতীয় সচিব আসিব উদ্দিন আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।