আবারও জুটি বাঁধছেন শাকিব খান ও ইধিকা পাল

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান এবং কলকাতার নায়িকা ইধিকা পাল আবারও একসঙ্গে কাজ করছেন। ‘প্রিয়তমা’ ছবির পর এবার তাঁরা জুটি বাঁধছেন নতুন ছবি ‘বরবাদ’-এ। ছবিটি পরিচালনা করবেন ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান, যা হবে তাঁর প্রথম চলচ্চিত্র।

যদিও পরিচালক মেহেদী হাসান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শাকিব খান ও ইধিকা পাল ইতিমধ্যে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ভারতের মুম্বাইতে ছবির শুটিং শুরু হবে।

ওই ঘনিষ্ঠ সূত্র আরও জানায়, ‘প্রায় এক বছর আগে পরিচালক মেহেদী হাসান হৃদয় এই ছবির গল্পটি শাকিব খানকে শোনান। শাকিব গল্পটি পছন্দ করেন এবং হৃদয়ের পরিকল্পনা ভালো লাগলে এতে অভিনয়ের জন্য সম্মতি দেন। শাকিব ২৫ সেপ্টেম্বর থেকে টানা ৪৫ দিনের শিডিউল দিয়েছেন। মুম্বাই ও বাংলাদেশে মিলিয়ে ছবির শুটিং হবে। অন্যান্য অভিনেতাদের নামও শিগগিরই প্রকাশ করবেন পরিচালক।’

সূত্রটি আরও জানায়, ‘শাকিব খানের জন্য ছবির এই গল্পটি সম্পূর্ণ নতুন এবং এটি একটি অ্যাকশন ঘরানার ছবি যা বড় ক্যানভাসে তৈরি হবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।