ইউএনবি নিউজ: আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ২০০ ছাড়িয়েছে। এরই মধ্যে দেশটিতে তৃতীয় দফায় ৬.২ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
জার্মানির হেলমহোলৎস সেন্টার ফর জিওসায়েন্সের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হয়নি।
রোববারের (৩১ আগস্ট) ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পের পর গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ৫.৫ মাত্রার একটি আফটারশক আঘাত হানে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ফলে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। এ সময় ভূমিধসে আরও অনেক সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়।
তালেবান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিত্রাত দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, রোববারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৫ জনে। এই ভূমিকম্প সাম্প্রতিক দশকগুলোতে দেশটিতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি বলে মন্তব্য করেছেন তিনি।
রোববারের ভূমিকম্পটি আফগানিস্তানের দূর্গম পাহাড়ি এলাকায় আঘাত হেনেছিল। ভূমিকম্পটি পাকিস্তানের সীমান্তঘেঁষা কয়েকটি প্রদেশে আঘাত হানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গম কুনার প্রদেশ।
এই অঞ্চলে মাটি ও কাঠের তৈরি বাড়িগুলো ভূমিকম্পের ধাক্কা সহ্য করতে না পেরে ধ্বংস হয়ে অনেক গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ।
তালেবার সরকার জানিয়েছে, উদ্ধারকর্মীরা ইতোমধ্যে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া কিছু গ্রামে পৌঁছাতে সক্ষম হয়েছেন। বৃহস্পতিবারও ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার অব্যাহত ছিল।
দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই তালেবান কর্তৃপক্ষ আহতদের হেলিকপ্টার বা অন্যান্য পরিবহন ব্যবস্থায় যাতায়াত সম্ভব না— এমন স্থান থেকে সরাতে কমান্ডো মোতায়েন করেছে।
কুনার প্রদেশের বাসিন্দা মুহাম্মদ ইসরায়েল জানিয়েছেন, ভূমিকম্পে কারণে হওয়া ভূমিধসে তার বাড়ি, গবাদিপশু ও যাবতীয় সম্পদ চাপা পড়েছে।
তিনি বলেন, ‘পাহাড় থেকে সব পাথর নেমে এলো। আমি অতি কষ্টে সন্তানদের বের করতে পেরেছি। ভূমিকম্পের ঝাঁকুনি এখনও অনুভব হচ্ছে। ওখানে থাকা একেবারেই অসম্ভব।’
ভূমিকম্পে ক্ষতিগুস্ত নুরগাল অঞ্চলে জাতিসংঘের একটি চিকিৎসা শিবিরে আশ্রয় নিয়েছিলেন মুহাম্মদ ইসরায়েল। তিনি জানান, ওই শিবিরের অবস্থাও ভালো নয়।
মুহাম্মদ ইসরায়েল বলেন, ‘আমাদের আসলে কোনো আশ্রয়ই নেই। খোলা আকাশের নিচে ছাড়া আমাদের আর থাকার জায়গা নেই।’
আন্তর্জাতিক সহায়তা ও সম্পদের ঘাটতির কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতা দখল করার পর কঠোর ধর্মীয় আইন চাপিয়ে দেওয়ায় এনজিও ও সাহায্য সংস্থাগুলোর কাজ করা কঠিন হয়ে পড়ে। এসব কারণে দেশটিতে আন্তর্জাতিক সহায়তা ব্যাপক হারে কমে গেছে।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানিয়েছে, বর্তমানে তাদের আফগানিস্তানে ৪৫০ জনেরও কম কর্মী আছেন। অথচ ২০২৩ সালে সর্বশেষ ভূমিকম্পের সময় কর্মী সংখ্যা ছিল ১ হাজার ১০০। তাদের হাতে কেবল একটি গুদামঘর আছে, তাতেও কোনো জরুরি মজুত নেই।
আফগানিস্তানে সংস্থাটির যোগাযোগ ও অ্যাডভোকেসি পরামর্শক মাইসাম শাফিয়ি বলেন, তহবিল পেলেই আমাদের সরঞ্জাম কিনতে হবে। এতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু মানুষের তো এখনই প্রয়োজন। আমাদের হাতে কেবল ১ লাখ ডলার আছে। জরুরি ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য তাৎক্ষণিকভাবে ১৯ লাখ ডলারের ঘাটতি রয়েছে।
নুরগালের জাতিসংঘ শিবিরে আহতদের চিকিৎসা করছেন চিকিৎসক শমশের খান। তিনি জানান, সরবরাহ ইতোমধ্যেই ফুরিয়ে আসছে।
তিনি বলেন, ‘ওষুধও যথেষ্ট নয়, সেবাও যথেষ্ট নয়। এসব মানুষের আরও ওষুধ দরকার, তাঁবু দরকার। তাদের খাবার ও নিরাপদ পানি দরকার। তাদের আরও সাহায্য প্রয়োজন। তারা চরম কষ্টে আছে।’
সাম্প্রতিক সময়ে খরা ও তীব্র অর্থনৈতিক সংকটে ভুগছে আফগানিস্তান। এরই মধ্যে আঘাত হানল এই ভয়াবহ ভূমিকম্প।
এদিকে, চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসনের কাটছাঁটের পর যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি অর্থায়ন প্রত্যাহার করায় বহু হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র বন্ধ হয়ে গেছে।
এর সঙ্গে পাকিস্তান ও ইরান থেকে ২০ লাখেরও বেশি আফগান নাগরিককে জোরপূর্বক ফেরত পাঠানোয় সংকট আরও বেড়েছে। তাদের অনেকেরই বসবাস বা কাজের কোনো জায়গা নেই।