আন্দোলনে গুলিবিদ্ধ কিশোর আরাফাতের জানাজা ও দাফন সম্পন্ন

অনলাইন ডেক্স: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করা কিশোর আরাফাত (১১)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আরাফাতের বড় ভাই হাসান আলী।

এর আগে, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আরাফাত মারা যান। তিনি মাদরাসার শিক্ষার্থী ছিলেন। জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, আরাফাতের বাবা শহিদুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ছাত্রনেতা সারজিস আলমসহ অনেকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হন আরাফাত। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে, পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হলে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সাড়ে চার মাস চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত রোববার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।