আনন্দবাজারে প্রকাশিত সেনাবাহিনীসংক্রান্ত প্রতিবেদন মিথ্যা ও ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

অনলাইন ডেক্স: বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে “মিথ্যা ও ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার, প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানায়, “বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আনন্দবাজারের প্রতিবেদনে বাস্তবতার চেয়ে বলিউডি রোমান্টিক কমেডির সঙ্গে বেশি মিল রয়েছে।

প্রেস উইং অভিযোগ করেছে, ভারতীয় গণমাধ্যম তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধ’ কৌশলের মাধ্যমে বাংলাদেশের জনগণ ও প্রতিষ্ঠানগুলোকে বিভ্রান্ত করতে অপতথ্য প্রচার করছে। এই প্রচারণার লক্ষ্য—সাম্প্রতিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া জনগণ ও প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা।

বিবৃতিতে বলা হয়, হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হয়, যা নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই বেনামি সূত্রের উদ্ধৃতি দিয়ে তৈরি করা হয়। পরে তা কিছু নিয়ন্ত্রিত বা পক্ষপাতদুষ্ট গণমাধ্যমে প্রচার করা হয়, যাতে তা বিশ্বাসযোগ্যতা পায়।

প্রেস উইং আরও উল্লেখ করে, “যদি গল্পটি যথেষ্ট আকর্ষণীয় হয়, তাহলে অন্যান্য সংবাদমাধ্যমও এটি প্রচার করতে থাকে, ফলে সাধারণ মানুষ এটিকে সত্য বলে ধরে নেয়। এটি মূলত অপপ্রচারেরই একটি অংশ, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

বিবৃতিতে বলা হয়, আনন্দবাজারের প্রতিবেদন বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদাকে ক্ষুণ্ন করার একটি প্রচেষ্টা, যা সাংবাদিকতার নৈতিকতা লঙ্ঘন করে।

প্রেস উইং আনন্দবাজারকে সতর্ক করে দিয়ে বলেছে, “আপনাদের সিদ্ধান্ত নিতে হবে—আপনারা কি প্রকৃত সাংবাদিকতা করবেন, নাকি মিথ্যা প্রচারণার হাতিয়ার হিসেবে কাজ করবেন?

তথ্যসূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *