শেখ রাজীব হাসান : গাজীপুর মহানগরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে টঙ্গী বাজার ভরান তিনতলা মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তাসিফিন (২৫), আবির (১৯) ও সিয়াম (১৮) গুরুতর আহত হয়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে তাসফিনের বাম হাতে চারটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনার জেরধরে রাত সাড়ে নয়টার দিকে ডিসকো রাহাতের ও সবুজের নেতৃত্বে একটি গ্রুপ বিরোধী পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে সুমন (২০), শাওন (২২) ও সিয়াম (১৫) নামে আরো তিনজন আহত হয়েছে।
পুলিশ জানায় রাত ৮টার দিকে টঙ্গীর ভরান এলাকায় দুটি কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়ো হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে ‘ভরানের সৈকত বাহিনী’ নামের কিশোর গ্যাংয়ের সদস্যরা ‘তাসরিফ বাহিনী’র প্রধান তাসরিফের (২৫) বাম হাতের চারটি আঙুল কেটে নেয়। এ সময় আবির ও সিয়ামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।
স্থানীয় বাসিন্দারা আহত তিন তরুণকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে ঢাকার জাতীয় অর্থপেডিক হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেছেন, দুটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই দফায় সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।