আদালতের নির্দেশনার আলোকে ব্যাটারিচালিত রিকশা সমস্যার সমাধান…..

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা চলাচলের বিষয়টি উচ্চ আদালতে রয়েছে। সেখান থেকে যে নির্দেশনা আসে, সে অনুযায়ী আমরা কাজ করবো। আমরা আশা করতে পারি একটা ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে সমস্যাটির সমাধান হবে।উচ্চ আদালতের নির্দেশনার আলোকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বিষয়ক সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা চলাচলের বিষয়টি উচ্চ আদালতে রয়েছে। এটা নিয়ে আমি কোনো কথা বললে তাতে আদালত অবমাননা হয়ে যেতে পারে। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে, সেই নির্দেশনামতেই আমরা কাজ করবো। আমরা আশা করতে পারি একটা ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে সমস্যাটির সমাধান হবে।উচ্চ আদালত থেকে আজ রোববারের মধ্যেই নির্দেশনা আসবে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রতি আহ্বান তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে। ভাঙাভাঙি তো কেউ চায় না। এটা করে কিন্তু তারা জনপ্রিয়তা হারাচ্ছে। তারা তাদের দাবি সোহরাওয়ার্দী উদ্যানে জানাতে পারে। তাহলে ট্রাফিক জ্যামটা তো কম হয়।’

আপনাদের কথা তারা শুনবে কি না- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‌‘মানবে না কেন? বাংলাদেশই তো আমাদের সবার দেশ। তারা আমাদেরই ভাই-বোন, অবশ্যই মানবে। তাদের দাবি আমরা মানব, আমাদের দাবি তারা মানবে।’

প্রসঙ্গত, উচ্চ আদালত রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকদিন ধরে রাজধানীজুড়ে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।