চ্যানেল7বিডি ডেক্স: দীর্ঘ আট মাস মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নাসার আলোচিত দুই নভোচারী, বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মার্চের শেষ কিংবা এপ্রিলের শুরুতে তাদের ফেরার কথা থাকলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্পেসএক্স প্রধান ইলন মাস্কের হস্তক্ষেপে মার্চের মাঝামাঝিতেই তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) স্পেসএক্স এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে মহাকাশ স্টেশনে তাদের অবস্থানের সময়সীমা কয়েক সপ্তাহ কমে আসবে। গত সপ্তাহে মহাকাশে তাদের আট মাস পূর্ণ হয়েছে।
২০২৪ সালের জুন মাসে বোয়িং স্টারলাইনারের একটি ক্যাপসুলে করে মহাকাশে গিয়েছিলেন উইলমোর ও উইলিয়ামস। পরিকল্পনা অনুযায়ী, ২২ জুন তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। তবে মহাকাশযানটির হিলিয়াম গ্যাস লিকের কারণে সেই যাত্রা স্থগিত হয়ে যায়। নাসা তখন জানিয়েছিল, তাদের ফিরতে আট মাস পর্যন্ত সময় লাগতে পারে।
এই দীর্ঘ অপেক্ষা বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। অনেকেই জানতে চেয়েছেন, মহাকাশ স্টেশনে তাদের সময় কেমন কাটছে।
নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ বলেন, মানব মহাকাশযাত্রা সবসময়ই অপ্রত্যাশিত চ্যালেঞ্জে পরিপূর্ণ।
এদিকে, ক্ষমতা গ্রহণের পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্ক নভোচারীদের দ্রুত ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। ফলে নাসা তাদের পরিকল্পনায় পরিবর্তন আনে এবং আটকে পড়া নভোচারীদের ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দেয়।
নাসার তথ্যমতে, বোয়িং স্টারলাইনার ক্যাপসুল যাত্রার শুরু থেকেই বিভিন্ন কারিগরি ত্রুটির সম্মুখীন হয়। তাই নাসা এটি ফিরিয়ে এনে স্পেসএক্সের নতুন ক্যাপসুল পাঠানোর পরিকল্পনা করে। যদিও স্পেসএক্স জানিয়েছে, তারা নতুন ক্যাপসুল উৎক্ষেপণের জন্য আরও প্রস্তুতির প্রয়োজন মনে করছে।
ফলে নাসার সিদ্ধান্ত অনুযায়ী, স্পেসএক্সের পুরাতন ক্যাপসুলেই এবার নভোচারীদের ফেরত পাঠানো হবে। উৎক্ষেপণের জন্য ১২ মার্চ নির্ধারণ করা হয়েছে। নতুন ক্রুতে থাকবেন দুইজন নাসা নভোচারী, একজন জাপানি এবং একজন রাশিয়ান নভোচারী।