আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস

বিশেষ প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার (৬ আগস্ট)। তবে কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতির কারণে এই সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে ক্লাস শুরু হচ্ছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিভিন্ন কলেজ ও মাদ্রাসাগুলোকে বৃহস্পতিবার থেকে একাদশের ক্লাস শুরু করতে বলেছে। এই নির্দেশনা দিয়ে ইতোমধ্যেই কমিটি অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব উচ্চমাধ্যমিক পর্যায়ের দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।