আগামী সপ্তাহে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

অনলাইন ডেক্স: আগামী সপ্তাহে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিশ্চিত করেছেন যে এ বৈঠক ৯ কিংবা ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মো. তৌহিদ হোসেন বলেন, “আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। তবে সম্পর্ক গড়ে তোলার জন্য উভয় পক্ষেরই আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন।”

বৈঠকের সম্ভাব্য এজেন্ডা

উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকে ভিসা সংক্রান্ত বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।

১০ ডিসেম্বর এফওসি (ফরেন অফিস কনসালটেশন) আয়োজনের কথা থাকলেও এটি একদিন আগেও, অর্থাৎ ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক জোরদার করার লক্ষ্যেই এ বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।