অনলাইন ডেস্ক!! ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের মীমপল্লী এলাকায় ধরখার থেকে আখাউড়াগামী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মো. আক্তার হোসেন (৩০), মো. রুবেল মিয়া (২৮) এবং তার স্ত্রী সাবিনা ইয়াছমিন সুমি (২৪)।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামিউদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং দ্রুতই তাদের আদালতে পাঠানো হবে।