কুষ্টিয়া অফিস ॥ কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট মালিথা পাড়ায় ৩ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. সিহাব উদ্দিন। গত ১৯ জানুয়ারি রাতে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্যও রাখেন তিনি।
বক্তব্যে তিনি বলেন, আল্লাহ অন্তর্যামী। তিনি সব জানেন। নিজেকে গরীব ভেবে কখনো মনক্ষুন্ন হবেন না, আল্লাহর প্রতি বেজার হবেন না। আল্লাহ যা দিয়েছেন তাই নিয়ে খুশি থাকবেন। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন। আশা করি, তিনি আপনার ভালো করবেন। আল্লাহ অসীম দয়ালু ও করুনাময়।
সিহাব উদ্দিন আরো বলেন, শিক্ষা ছাড়া কখনো কারোর জীবনমান উন্নয়ন সম্ভব নয়। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে আপনার ও আপনার পরিবারের মুখ উজ্জ্বল করবে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নূরুন্নবী বাবু, জিয়াউল ইসলাম ফেরদৌস, মিজানুর রহমান ও নাসির উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে ৩ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, শীত মৌসুমের শুরু থেকেই সদর উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলেছেন আলহাজ্ব মো. সিহাব উদ্দিন।