অসহায় ও পথ শিশুদের নিয়ে গড়া গ্লোবাল কিডস স্কুলের কার্যক্রম পরিদর্শন ও সহযোগিতা প্রদান

আবু সাঈদ চৌধুরী : অসহায় ও পথশিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত গ্লোবাল কিডস স্কুল সম্প্রতি এক বিশেষ কর্মসূচির আয়োজন করে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর আমতলী কেরানীর টেক বস্তীর সামনে খোলা আকাশের নীচে মাদুল বিছিয়ে অস্থায়ী ভাবে চলা এই স্কুলের কার্যক্রম পরিদর্শনে আসেন টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ, দৈনিক ঝুমুর পত্রিকার সম্পাদক মাসুদ আলম, শিক্ষিকা খাদিজা আক্তার মৌমি, সুমি ইসলাম সহ এলাকার কয়েকজন সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় তারা স্কুলের শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা, স্বাস্থ্য ও বিনোদনমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথিদের স্বাগত জানায়।

অতিথিরা স্কুলের উদ্যোগকে প্রশংসা করে বলেন, “পথশিশুদের আলোর পথে আনার এই উদ্যোগ সত্যিই অনুকরণীয়। সমাজের সবাই এগিয়ে এলে এই শিশুরাও আগামী দিনে দেশ ও জাতির সম্পদে পরিণত হবে।”

পরিদর্শন শেষে অতিথিরা স্কুলের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আর্থিক ও সামগ্রীগত সহযোগিতার আশ্বাস দেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান জিলানী ও মুহাম্মদ শামীম রেজা জানান, গ্লোবাল কিডস স্কুল শুধু শিক্ষা নয়, বরং শিশুদের মানবিক মূল্যবোধ, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নের দিকেও গুরুত্ব দিয়ে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com