অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ চার বছর : ড. ইউনূস

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের সঠিক সময়সীমা এখনও নির্ধারণ করা হয়নি। এটা চার বছরের নিচে হওয়া উচিত- এটা নিশ্চিত। এটা কমও হতে পারে। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব নির্বাচন সম্পন্ন করা।অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছরেরও কম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন করাই তাদের উদ্দেশ্য। বলে জানান তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস এসব কথা বলেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি বলিনি যে চার বছর ক্ষমতায় থাকব। এটা সর্বোচ্চ মেয়াদ। কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব নির্বাচন সম্পন্ন করা।অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের সঠিক সময়সীমা এখনও নির্ধারণ করা হয়নি। এটা চার বছরের নিচে হওয়া উচিত- এটা নিশ্চিত। এটা কমও হতে পারে।’

তিনি বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলো কী চায় সেটাই আসল। রাজনৈতিক দলগুলো যদি বলে এটা (সংস্কার) ভুলে যাও, নির্বাচন দাও, আমরা করব।

নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নে ড. ইউনূস বলেন, ‘আমি রাজনীতিবিদ নই। আমি আমার ভূমিকা এবং আমি যা করছি তা উপভোগ করি। সাক্ষাৎকারে ড. ইউনূস সামনের চ্যালেঞ্জের কথা স্বীকার করেন।

তিনি বলেন, ‘বিগত ১৫ বছর ধরে অব্যবস্থাপনা, অপশাসন, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মতো যে ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম, সে কারণে বাংলাদেশ এখন দুর্নীতিতে নিমজ্জিত। এখন পয়েন্ট বাই পয়েন্ট, সেক্টর বাই সেক্টর পুনর্গঠনের বড় কাজ হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।